দুর্গাপুর, ১১ জুন: মুখ্যমন্ত্রীর ডাকে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে ছিলেন আগে। সেই সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। স্পষ্ট জানালেন, তার জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে দল সমালোচনা করেনি। সমালোচনা করেছিলেন তাঁরা, যাদের সমস্যা হয়েছিল। বুধবার দুর্গাপুর স্টিল টাউনশিপের সি জোন জগন্নাথ মন্দিরে যান খড়গপুরের প্রাক্তন সাংসদ। সস্ত্রীক জগন্নাথ দেবের স্নানযাত্রাতেও অংশ নেন। মন্দির থেকে বেরিয়েই দিঘা বিতর্ক নিয়ে মুখ খোলেন বিজেপির দাপুটে নেতা।

বলেন, আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। ভারতবর্ষের প্রাণ হল মঠ, মন্দির। তাই সুযোগ পেলেই যাই। পশ্চিমবঙ্গে সবকিছু নিয়েই সমালোচনা হয়। জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে দল সমালোচনা করেনি। সমালোচনা করেছিলেন তাঁরা, যাদের সমস্যা হয়েছিল। তাতে কিছু যায় আসে না।এদিন দিলীপ ঘোষের পাশে পাশেই দেখা গেছে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে। এর আগে দিঘার মন্দিরেও একসঙ্গে গিয়েছিলেন দুজনে। তাৎপর্যপূর্ণভাবে দিঘা বিতর্কের পর থেকে দল ক্রমশ কোনঠাসা দিলীপ।

এখন কি সেদিনের জন্য আফসোস হয়? সাংবাদিকের প্রশ্ন শুনে দিলীপ জায়ার জবাব, দিলীপ ঘোষ এমন কোনও ভুল করতে পারেন না। তিনি ঠিক মনে করেছিলেন বলে গিয়েছিলেন।বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রে অংশ নেন দিলীপ ঘোষ। সেখান থেকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শাসকদলের একাধিক নেতাকে কড়া ভাষায় তিনি আক্রমণ করেন।