দুর্গাপুর, ৫ মার্চ: দুর্গাপুরে একসময় ডিভিসির দুর্গাপুর থার্মেল পাওয়ার স্টেশন কারখানায় একের পর এক ইউনিট বন্ধ হয়ে গিয়ে এই তাপবিদ্যুৎ কারখানার শ্রমিকমহলে কারখানা বন্ধের আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ডিভিসি কর্তৃপক্ষ এই কারখনায় নতুন ইউনিট স্থাপনের কথা জানায়। আর তার জন্য যে জমির প্রয়োজন হয়ে পড়ে। তাই ডিভিসি বারংবার তার জমির ওপরে অবৈধ দখলদারেদের বারংবার উঠে যাওয়ার জন্য জানালেও অনেকেই উঠতে চাইনি। তাই বুধবার বিশাল পুলিশ, কমব্যাট ফোর্স ও মহিলা পুলিশ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষ বেআইনি খাটাল, ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করল।বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে ডিভিসি। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে।
৮০০ মেগা ওয়াটের ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন। কয়েক মাস ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি জবরদখলকারীদের জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। সেই নির্দেশ না মানায় এবার ৩৭নং ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযানে নামল কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্সও। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি বলেন,”দু’মাস ধরে আমরা মাইকিং করেছি। দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। তারা জমি খালি না করায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। ৮০০ মেগাওয়াটের ইউনিট তৈরীর জন্য প্রচুর জমির প্রয়োজন।

সেই সম্প্রসারণের কাজের জন্যই জমি পুনরুদ্ধার করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি।”” উল্লেখ্য এর আগে ডিভিসি তার জমিতে প্রাচীর দিতে গিয়ে স্থানীয় বস্তীবাসীদের বাধার মুখে পড়ে বারংবার। যদিও বস্তীবাসীদের পক্ষ থেকে পুনর্বাসনের আবেদন জানানো হয় বারংবার। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ তাদের জমিতে বেআইনি দখলদারদের উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসন দেবে না বলেও জানিয়ে দিয়েছিল। এই এলাকার বহু মানুষ আবার এই নতুন ইউনিট গঠিত হোক এমনটাই চেয়ে বস্তীবাসিদের আন্দোলনের বিরোধিতাও করে।শাসকদলের স্থানীয় নেতা কর্মীরাও এই বিষয়ে ডিভিসির পক্ষ অবলম্বন করে বলেও অভিযোগ ওঠে বস্তীবাসীদের পক্ষ থেকে।