দশবিঘা জমি অধিগ্রহণ করতে গিয়ে বিপাকে ‘বিএপিএল’ কর্তৃপক্ষ

দুর্গাপুর, ২৮ ডিসেম্বর : অন্ডাল থানা দক্ষিণখন্ড মৌজার ব্যক্তিগত মালিকানাধীন দশ বিঘা জমি অন্ডাল বিমান নগরী কর্তৃপক্ষ শনিবার অধিগ্রহণ করতে গেলে জমি মালিকদের প্রবল বাধার মুখে পড়তে হয় তাদের। ঘটনাস্থলে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়।ঘটনা প্রায় ১৬ বছর আগের। তৎকালীন বাম সরকারের আমলে দুর্গাপুরের অন্ডালে ১১ টি মৌজার প্রায় ২৩০০ একর জমির ওপর প্রস্তাবিত বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড এবং রাজ্য সরকারের উদ্যোগে দেশের মধ্যে সর্বপ্রথম বেসরকারি অন্ডাল বিমান নগরী গড়ে তোলার কাজ শুরু হয়। আর ঠিক সেই সময় শুরু হয় জমি অধিগ্রহণ। সামান্য কিছু বাধা থাকলেও মোটের উপর শান্তিপূর্ণভাবে এই ১১ টি মৌজার জমি অধিগ্রহণ হয়েছিল সেই সময়। যদিও সামান্য পরিমাণ জমি নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। কিন্তু তারপরেও বিএপিএল কর্তৃপক্ষের হাতে সেই জমি তুলে দেয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর , তবে বর্তমানের ঘটনাটা একেবারেই অন্যরকম। অভিযোগ অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমি বিএপিএল কর্তৃপক্ষকে দেয়নি জমির মালিকেরা। তবে সেই জমি নাকি জোরপূর্বক দখল করতে আসেন তারা।

আর এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। জোরপূর্বক জমি দখল করতে আসলে জমির মালিকের সঙ্গে বচসা শুরু হয় বিএপিএল কর্তৃপক্ষের। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা। জমির মালিক আশিস পালের অভিযোগ “”জমি অধিগ্রহণের সময়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি অণ্ডাল বিমাননগরীর নির্মাতা কর্তৃপক্ষ। পাটশাওড়া, আমলৌকা, তামলা, খাঁন্দরা, উখরা, আরতি, বাঙ্গুরি, ভাদুর, দুবচুরুরিয়া, দক্ষিণখণ্ড, অন্ডাল গ্রাম মৌজার ২,৩০০ একরের বেশি জমি অধিগ্রহণ করে ২০০৮-এ বিমাননগরী তৈরির কাজ শুরু হয়েছিল। সেই সময়ে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক বিঘার নীচে জমি অধিগৃহীত হয়েছে, এমন জমিদাতারা পাঁচ বছর ২৫ হাজার টাকা করে ‘এককালীন বিশেষ ক্ষতিপূরণ’ পাবেন।যে সমস্ত কৃষিজমি মালিকেরা এক বিঘার উপরে জমি দিয়েছেন যাঁরা, তাঁদের বিমান নগরীর ভেতরে এক থেকে ছ’কাঠা জমি দেওয়া হবে। এছাড়াও জমিদাতা পরিবারের মোট তিন হাজার সদস্যকে নানা কাজে নিয়োগের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছিল সেইসময়। প্রশিক্ষণ দেওয়া হলেও কাজে নিয়োগ করা হয়নি আজও তাদের।””অন্ডাল বিমাননগরীতে শিল্পের স্বার্থে স্বেচ্ছায় জমিদাতাদের দেওয়া প্রতিশ্রুতিগুলিও অনেক ক্ষেত্রেই রক্ষা করা হয়নি বলে অভিযোগে কার্যত বছরের একেবারে শেষলগ্নে এসে জমিজটের জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের অন্ডাল বিমান বন্দর এলাকা।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ