দুর্গাপুর, ১৫ ডিসেম্বর : শুভমিতার অনুষ্ঠান দুর্গাপুর উৎসব কে যেন সম্পুর্ণতা দিল।অসাধারণ গায়কী মন্ত্রমুগ্ধের আত্মস্থ করলেন দুর্গাপুরের সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষেরা। অনেকেই বলতে শুরু করলেন লক্ষ লক্ষ টাকা খরচের এই দুর্গাপুর উৎসবে শুভমিতার মতো এমন শিল্পীদেরই নিয়ে আসাটা বড় জরুরী। “”যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই “”গানে শীতের পারদ জানো অনেকখানি কমিয়ে দিয়ে উষ্ণতার চাদর চড়িয়ে দিল বাংলা গানের কদর জানা শ্রোতাদের শরীরে। দুর্গাপুরের অগণিত শ্রোতা শুভমিতাকে গাইতে না দিয়ে শতকন্ঠে গেয়ে উঠলেন “”দেখেছো কি তারে ঐ নীল নদীর ধারে””।সবমিলিয়ে বলা যায় হাইপ্রোফাইলের বড় বাজেটের অনেক শিল্পী যে এবারের উৎসবে ব্যাড ইনিভেষ্টমেন্ট ছিল তা হাড়ে হাড়ে টের পেলেন উদ্যোক্তারা।।।