অস্কারের আগেই দুর্গাপুরে ইমন মঞ্চ মাতালেন

দুর্গাপুর, ১০ ডিসেম্বর : কুয়াশার চাদরে মোড়া শিল্পশহরের রাজীব গান্ধী স্মৃতি মেলা ময়দানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন শিল্পশহরের হাজারো শ্রোতার মন।তিনিই বাঙলা গানের প্রথম অস্কার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন।এর আগেও তিনি বহুবার দুর্গাপুরের বুকে এসেছেন। কিন্তু দুর্গাপুরের খোলা ময়দানে সম্ভাব্য এই প্রথম গানের ডালি নিয়ে হাজির হলেন সাম্প্রতিক এই বাঙলায় সবচেয়ে চর্চিত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। “” তুমি যাকে ভালোবাসো/স্নানের ঘরে বাষ্পে ভাসো””-অনুপম রায়ের লেখনী ও সুরে এই গান গেয়ে যার ঝুলিতে জাতীয় পুরষ্কার আগেই এসেছে এবার তার হাত ধরেই প্রথম বাঙলা গান বিশ্বের শ্রেষ্ঠ শিরোপা অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। দুর্গাপুর উৎসবের আঙিনায় এসে একের পর এক রবীন্দ্র সংগীতের পরে ইমনের গলায় শোনা গেল “”তুমি যাকে ভালোবাসো /স্নানের ঘরে বাষ্পে ভাসো “”,””দে দে পাল তুলে দে /মাঝি হেলা করিস না “।ইমনের সাথে সাথে দুর্গাপুরের অগণিত শ্রোতাও তার সাথে কণ্ঠ মেলালেন। যা দেখে মঞ্চে দাঁড়িয়ে আজ বাংলার এই খ্যাতিমান সংগীত শিল্পী স্বীকার করলেন এমন সুরেলা শ্রোতা তিনি খুব বেশি দেখেননি।ইমনের গানে মুগ্ধ হলেন দুর্গাপুরের শ্রোতারা। তবে মন ভরলেও আশায় বুকে বুক বেঁধে থাকলেন শহরবাসী। ইমনের গাওয়া গান “”ইতি মা “”তার হাত ধরেই কবে প্রথম বাঙলা গানের জন্য মিলবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিরোপা অস্কার?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *