“”ডাক্তারদের কাজে ফেরা নিয়ে শুধু নয় মুখ্যমন্ত্রীকে সুবিচারের দাবী নিয়েও কিছু বলা উচিত””-অভিনেত্রী ঈষা সাহা

দুর্গাপুর, ১০ সেপ্টেম্বর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হলেও পুজোর সেই গন্ধ এবার উধাও।চারিদিকেই এখন আর জি করের মহিলা চিকিৎসক তিলোত্তমার নারকীয় হত্যাকান্ডের সুবিচারের জোরালো দাবী।রাজনৈতিক তর্জা।মিটিং, মিছিলময় গোটা রাজ্য।দুর্গাপুরে একটি প্রখ্যাত স্বর্ণ বিপনিতে এসে টলিউডের অভিনেত্রী ঈষা সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে আর জি কর হাসপাতালের তিলোত্তমার নারকীয় ধর্ষন ও নৃশংষ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন,”” এবার পুজোর সেই উৎসাহ উধাও কলকাতায়।সকল রাজ্যবাসী এখন আর জি করের ঘটনার জন্য সুবিচারের দাবীতে সোচ্চার।সবাই একেবারে মনমরা।””মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন “”জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন দ্রুত এবং আমজনতা দুর্গাপুজোর আয়োজনে ফিরে আসুন।””দুর্গেশগড়ের গুপ্তধন,কর্নসুবর্নের গুপ্তধন, কাছের মানুষ চলচ্চিত্রের অভিনেত্রী ঈষা সাহা বলেন,”” মুখ্যমন্ত্রী হিসাবে উনি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন তা ঠিক করেছেন।তবে তিনি সুবিচারের দাবী যা তুলেছেন সাধারণ মানুষ তা নিয়েও কিছু বলুন।।””

এরপরেই ঈষা সাহা সুপ্রিম কোর্টের গতকালের রায় নিয়ে বলেন, “” সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমার কিছু বলার নেই। কারণ সুপ্রিম কোর্টে এই ঘটনার আসল মামলা শুনানি হবে না। তা হবে লোয়ার কোর্টে।তাই আমার নজর আছে সেদিকেই। “”আসন্ন দুর্গোৎসব নিয়ে বলতে গিয়ে বাংলার এই অভিনেত্রী বলেন, “”এবার পুজোর কোনো গন্ধ নেই কলকাতাতে। সবাই অত্যন্ত বিষন্ন। এই ঘটনায় মন খারাপ সবার।””এই ঘটনা নিয়ে যে রাজনীতি চলছে তা নিয়ে ঈষা সাহা বলেন , “”বাঙালির রক্তে রাজনীতি। সুতরাং সবকিছুতেই যে রাজনীতি মিশে যাবে এটাই স্বাভাবিক। “”

এবার দুর্গোৎসব যে অনেকটাই ম্লান হয়ে পড়বে আর জি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তা স্পষ্ট করে দিলেন টলিউডের এই অভিনেত্রী।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *