দুর্গাপুর, ২৮ অগাস্ট : আর জি কর ইস্যুতে ছাত্রদের পক্ষ থেকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হলে পুলিশ সেই অভিযানে লাঠিচার্জ করে এমন অভিযোগে বিজেপির পক্ষ থেকে বুধবার 12 ঘণ্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়। বুধবার সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। দুর্গাপুর বাস স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা।বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্টেশন সংলগ্ন সরকারি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট ঘরে ভাঙচুর চালায় বিজেপির নেতাকর্মীরা। বিজেপির পতাকা কাঁধে নিয়ে বিজেপির কর্মীদেরকে দেখা যায় লাঠি নিয়ে টিকিট কাউন্টারের জানালার কাঁচ গুলি ভেঙ্গে ফেলতে।
সেই সময় যদিও ঘটনাস্থলে পুলিশের দেখা পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল নিউজ হান্ট এর প্রতিনিধিকে ফোনে জানান,”” সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য আইন অনুযায়ী যা যা করার আমরা তাই করবো। “”যদিও এরপরে ঘটনাস্থলে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী আসে। পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশকে। এর জেরে বেশ কিছুক্ষণ এস বি এস টি সি র এই কাউন্টার থেকে টিকিট পরিষেবা বন্ধ থাকে। পরে আবার পরিস্থিতি সামাল দিতে দেখা যায়। অন্যদিকে দুর্গাপুরের মুচিপাড়ায় 19 নম্বর জাতীয় সড়কে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে বনধের বিরোধিতা করা হয়।পুলিশের সামনেই বিজেপি কর্মীদের সাথে বছরসাই জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারকে।