আসানসোল, ১ অগাস্ট : কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এবার পথে নামল শিক্ষক সংগঠন ওয়েবকুপা WEBCUPA। আজ বৃহস্পতিবার সকালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উপাচার্যের আইনি খাতে ছাত্র-ছাত্রীদের ৮০ লক্ষ টাকা বেআইনিভাবে খরচের অভিযোগে মৌন প্রতিবাদ করেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা। বেশ কয়েকদিন ধরেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ চলছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। গত দুইদিন আগে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রবেশ করতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। তারা উপাচার্যের কাছে জবাবদিহি চান, কি কারনে ছাত্র-ছাত্রীদের তহবিলের টাকা নিজ আইনি খাতে উপাচার্য এবং রেজিস্টার খরচা করতে পারেন তার জবাব দিতে হবে।। শেষমেষ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে অবশেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। আজকের মৌন প্রতিবাদ নিয়ে মাইনিং বিভাগের অধ্যাপক সৌম্যদীপ পাতি বলেন, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সামঞ্জসেই যে কোন শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তাই ছাত্র-ছাত্রীরা আমাদের কাছে জবাব চাইছেন যে কেন বেআইনিভাবে তাদের তহবিলের টাকা খরচা করা হবে। সেই হিসাব যেহেতু রেজিস্টার এবং উপাচার্য ও অর্থ বিভাগ খরচা করেছেন তাই তাদেরকে জবাবদিহি করতেই হবে। এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকরা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন।