পানাগড়ের হাবিবুল্লাহর পর এবার নবদ্বীপের মায়াপুর থেকে জঙ্গীযোগে গ্রেপ্তার হারেজ সেখ

দুর্গাপুর, ২৫ জুন: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগ রাখার অভিযোগে কাঁকসা থানার পানাগড় মীরে পাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এস টি এফ। কাঁকসা থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ এর পর তাকে গ্রেফতার বলে জানানো হয় এস টি এফ এর পক্ষ থেকে।

এবার নদীয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হারেজ সেখ নামের এক যুবক। মহম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মেধাবী এই ছাত্রের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের ওতপ্রোত যোগ খুঁজে পায় এস টি এফ কর্তারা। তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে এস টি এফ ১৪ দিনের হেফাজতে পায় মহম্মদ হাবিবুল্লাহকে। এস টি এফ কর্তারা এরপর নবদ্বীপ থানার মায়াপুর থেকে গ্রেপ্তার করলো হারেজ সেখকে।তাকেও মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল।২৭ বছর হারেজ সেখের সাথে মহাম্মদ হাবিবুল্লাহ র কিরকম যোগ ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে এসটিএফ কর্তারা। জঙ্গিযোগে এই রাজ্যের কাঁকসার পানাগরের পরে এবার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়ার হারেজ সেখের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে গিয়ে জানিয়েছিলেন, “”পানাগড়,বারুইপুর সোনারপুর বারবার এরকম ঘটনা দেখছি। এটা প্রথমবার নয়। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তির জায়গা জঙ্গিদের থাকার জন্য। সারা ভারতবর্ষে যখন কোন টেররিস্ট ধরা পড়ছে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। কারণ তারা জানে পশ্চিমবঙ্গে থাকলে এখানকার পুলিশ তাদের বিরক্ত করে না।। মুখ্যমন্ত্রী এইসব সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *