পানাগড় থেকে এস টি এফ বাঙলাদেশের জঙ্গী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এক ছাত্রকে আটক করল

দুর্গাপুর, ২২ জুন: বাঙলাদেশের এক নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহে শনিবার বিকালে কাঁকসা থানার পানাগড় মীরে পাড়ার একটি বাড়িতে কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় এস টি এফের আধিকারিকরা।নির্দিষ্ট বাড়ি থেকেই আটক করা হয় মহম্মদ হাবিবুল কে।সুত্র মারফত যেটুকু খবর মহম্মদ হাবিবুল মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে।ছাত্র হিসাবে সে অত্যন্ত ভালো মানের একজন ছাত্র।সে বাঙলাদেশের একটি জঙ্গী সংগঠনের সাথে যোগাযোগ রেখেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ।

তাই স্পেশাল টাস্ক ফোর্সের কর্তারা তাকে আটক করে।তার বাড়ি থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয় বলেও সুত্র মারফত জানা গেছে।অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান মহম্মদ হাবিবুল কে তার বাবা অত্যন্ত কষ্ট করেই লেখাপড়া শেখাচ্ছিলেন।তবে শুধুই কি মহম্মদ হাবিবুল নাকি তার নিকট আত্মীয় অন্য কেও এস টি এফের হাতে আটক?কাঁকসা থানায় মহম্মদ হাবিবুল কে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয়।থানায় ডাকা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। পল্লব বন্দ্যোপাধ্যায় থানা থেকে বেরোনোর পর সাংবাদিকদের জানান, “”যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে বাংলার প্রশাসন অত্যন্ত সজাগ। এই ঘটনার জেরে এলাকায় কোনো আতঙ্ক নেই।সব স্বাভাবিক। ছেলেটি মানকর কলেজে পড়াশোনা করত।বাবা খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন।”” তবে পল্লব বন্দোপাধ্যায় যায় বলুন না কেন থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্মে থাকা এরকম একটি ছাত্রের সাথে জঙ্গি যোগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ