আড্ডার নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্তের চেয়ারে বসেই হুশিয়ারি বে-আইনি দখলদারির বিরুদ্ধে

দুর্গাপুর, ১৯ জুন: কথায় বলে “”মঙ্গলে ঊষা, বুধে পা, যেথা যাবি সেথা যা””- দিনক্ষণ নির্ঘণ্ট মেনেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান কবি দত্ত তার নির্দিষ্ট আসনে বসলেন। কবি দত্তের চেয়ারম্যান পদে আসীন হওয়ার সুসংবাদে শহর দুর্গাপুর আনন্দে উদ্বেল হয়ে ওঠে। বুধবার চেয়ারম্যান পদ সামলানোর গুরুদায়িত্ব কাঁধে নিলেন। চেয়ারে বসেই তার প্রথম প্রতিক্রিয়া “”বহুমূল্যের আড্ডার জমি বেআইনিভাবে বেদখল হতে দেব না।যে জমির কাঠা প্রতি মূল্য লক্ষ লক্ষ টাকা। সেই জমি বলপূর্বক বেআইনিভাবে যারা দখল করবেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি। আমি হব শেষ কথা। মানবিকতার সাথে অনেক অনেক জিনিস ভেবে দেখব। কিন্তু সরকারি রাজস্বের ক্ষতি করে কোন কিছু মেনে নেব না। “”তাহলে কি এবার সিটি সেন্টার, বিধাননগর সহ অভিজত এলাকাগুলিতে আড্ডার বহুমূল্যের জমিতে যত্রতত্র গজিয়ে ওঠা ঝুপড়ি দোকানপাট থেকে বেআইনি সাইকেল স্ট্যান্ড এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আড্ডা কর্তৃপক্ষ?

কবি দত্তের গলায় তেমন সাহসী মন্তব্যই শোনা গেল। দুর্গাপুরের সিটি সেন্টারের মত অভিজাত এলাকায় বসতবাড়ি গুলির নিচতলাগুলি ভাড়া দিয়ে রেস্তোরাঁ, বিউটি পার্লার সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কারণে পার্কিংয়ের যেমন বিরাট সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি যে জায়গাগুলি নাগরিকদের স্বাচ্ছন্দের বাসভুমি বলে জায়গাগুলি দেওয়া হয়েছিল সেই জায়গায় বিভিন্ন মানুষের অসুবিধা সৃষ্টি হয়ে ভাড়া দিচ্ছেন যারা তারা মুনাফ লুঠছেন। তাদের বিরুদ্ধেও এবার কড়া ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন আড্ডার নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত। রেসিডেন্সিয়াল প্লটে কিছু কিছু বাড়িতে অবাধে ব্যবসা চালাতে গিয়ে অন্যান্য নাগরিকরা বিরাট সমস্যায় পড়ছেন।

এমন অভিযোগ বারে বারেই উঠে আসছে। কবি দত্ত আজ চেয়ারম্যান পদে আসীন হওয়ার সময় তার সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ, উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। ভাইস চেয়ারম্যান রূপে আজ আসীন হলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এবং উদ্যোগ প্রতি হিসাবে দক্ষিণবঙ্গের উজ্জ্বল নাম কবি দত্ত। প্রশাসক হিসাবে কাজ করার খুব একটা অভিজ্ঞতা তার নেই। কয়েকটা বছর আড্ডার ভাইস চেয়ারম্যান হিসেবে শুধুমাত্র নিজের পথ সামলেছেন। কিন্তু তিনি ডিসিশন মেকার হতে পারেননি। এবার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পালা। কবি দত্ত কি পারবেন শহর দুর্গাপুরে আড্ডার সরকারি জমিতে যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি দখলদারি মুক্ত করে সুসজ্জিত শহর দুর্গাপুর কে নির্মল শহর দুর্গাপুর হিসাবে গড়ে তুলতে? রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ডা: বিধান চন্দ্র রায়ের পরিকল্পনামাফিক গড়ে তোলা দুর্গাপুর কে হৃতগৌরব ফিরিয়ে দিতে পারবেন কি আড্ডার নতুন চেয়ারম্যান? তাকে ঘিরেই আশা বাড়ছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *