রানীগঞ্জ ডাকাতি কান্ডে গুলিবিদ্ধ সোনু গ্রেপ্তার

আসানসোল: রানীগঞ্জে সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত দুস্কৃতি সুরজ সিং গ্রেপ্তারের পরে এবার গ্রেপ্তার শ্রীপুর ইনভেষ্টিগেসন সেন্টারের ওসি মেঘনাদ মন্ডলের ছোঁড়া গুলিতে আহত বিশ্বজিৎ কুমার শাহ ওরফে সোনু কুমার গুপ্তা । পুলিশ সুত্রে খবর সে বিহারের সিওয়ানের বাসিন্দা।সোনু এই ডাকাতির ঘটনার মাষ্টারমাইন্ড।তার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে এইধরনের অবরোধ মূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ডাকাতির ঘটনার যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে এই সোনু অত্যাধুনিক কার্বাইন হাতে নিয়ে সোনার দোকানে ঢুকে ছিল। ওসি মেঘনাদ মন্ডলের গুলিতে আহত হওয়ার সময় তার হাত থেকে কার্বাইন ছিটকে পড়ে। চিকিৎসারত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে এখনো গুলিবিদ্ধ অবস্থাতেই আছে সোনু। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রানীগঞ্জ থানার পুলিশ বহু তথ্য পাবে বলে মনে করা হচ্ছে। সূত্র জানা গেছে যে অনেকগুলি ব্যাগে সোনার গহনা ঢোকালেও সেগুলি সব নিয়ে যেতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এবং তা সম্ভব হয়েছে মেঘনাদ মন্ডলের সাহসিকতার জন্য। মেঘনাথ মন্ডল একা থেকেও যেভাবে লড়াই চালিয়েছে সাতজন সশস্ত্র ডাকাতের বিরুদ্ধে, তাতে করে ডাকাত দলটি ভয় পেয়ে এবং গুলিবিদ্ধ তাদের সঙ্গী সোনুকে সঙ্গে নিয়ে দ্রুত চম্পট দেয়।এই ঘটনার পর আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকাতেও কড়া নজরদারি চালাচ্ছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *