বর্ধমান,৪ জুন: অবশেষে লক্ষ্য ভোটে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। ২০১৯ সালে এই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ ডা: মমতাজ সংঘমিতাকে ২৪০০ ভোটে হারিয়েছিলেন দার্জিলিং ফেরত বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়া। তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় মেনে নিতে পারেনি ঘাস ফুল শিবির। ২০২১ এর বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় লাভ করে শুধুমাত্র এই কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে।
তখন থেকেই ঘর গোছাতে শুরু করেছিল শাসকদল। এবার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিল রাজনৈতিক মহল। ভোট গণনার প্রথম থেকেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডাকাবুকো দিলীপ ঘোষ কে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ভোট গণনার দিন সকাল থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। তিনি প্রথম থেকেই বলছিলেন কত বেশি ভোটে লিড পাওয়া যায় সেই কথা। একাদশ তম রাউন্ডে এসে দেখা গেল তুমি ১ লক্ষ ১৫ হাজার ভোটে পিছনে ফেলে দিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষকে। কীর্তি আজাদের জয় ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর হাতেগোনা কয়েকটি রাউন্ড বাকি আছে। মোট সাড়ে ১৮ লক্ষ ভোটার এই কেন্দ্রে। তার মধ্যে প্রায় চৌদ্দ লক্ষ ভোটার ভোট দান করেছিলেন এবারের লোকসভা নির্বাচনে। তার মধ্যে প্রায় 12 লক্ষ ভোট ইতিমধ্যেই গণনা হয়ে গেছে। বাকি পড়ে থাকা ভোট সবটাই যে দিলীপ ঘোষের পক্ষে যাবে এমনটা ভাবা দুঃসাধ্য। তাই কীর্তি আজাদ লক্ষ ভোটের লিড পাওয়ার লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেললেন।