দুর্গাপুর, ২৮ মে: নতুন জামা প্যান্ট কিনে বাড়ি ফেরা হলনা, ক্রেইনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো যুবকের। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রান্তিকা এলাকায়। মৃত যুবকের নাম কুন্দন নুনিয়া (৩৪)। দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার বাসিন্দা ওই যুবক বলে জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে ধান্ডাবাগ এলাকার চার যুবক বাইক নিয়ে প্রান্তিকা এলাকার একটি দোকানে জামা প্যান্ট কেনেন।
তারপর সেই দোকানেই জামা প্যান্ট রেখে প্রান্তিকার একটি দোকানে পায়ে হেঁটে হোটেলে খেতে যাচ্ছিল। তখনই প্রান্তিকা মোড়ে একটি ক্রেইন নিয়ন্ত্রণ হারিয়ে কুন্দনকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকে কুন্দন। বন্ধুরা চিৎকার কার করতে থাকে। চারিদিক থেকে ছুটে আসে বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের এ- জোন ফাঁড়ির পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ক্রেইনটি আটক করে, চালক এবং খালাসিকেও আটক করেছে। এই দুর্ঘটনায় জেরে ব্যাহত হয় বেশ কিছুক্ষণ যান চলাচল।একজন প্রত্যক্ষদর্শী অনিমেষ সামন্ত বলেন,”দুর্ঘটনার সময় মাথায় প্রচন্ড চোট লাগে এবং রক্তক্ষরণ হয় ওই যুবকের। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলেও কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘোষণা করে চিকিৎসকরা তাকে মৃত বলেও জানান।”এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকোস্তব্ধ প্রান্তিকা এলাকা।দুর্গাপুরের ঘিঞ্জি বেনাচিতি বাজার এলাকায় বড়োসড় দুর্ঘটনা খুব একটা ঘটনা।