দুর্গাপুর, ২২ মে: আকাশ ভরা মেঘে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অঝোর ধারায় বারিধারা ঝরে পড়ছে কই?হাসফাঁস করতে থাকা বঙ্গজীবনে স্বস্তি মিলবে কবে? নিম্নচাপের অনুকুল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হলেও তার প্রভাব রাজ্য জুড়ে পড়ার আভাস মেলেনি। এমনকি আবহাওয়াবিদরা নিম্নচাপ ঘনিয়ে উঠেছে,ঘুর্নিঝড় ছুটে আসার পূর্বাভাস এখনও সরাসরি দিতে নারাজ। আগামী শনিবার পঞ্চম দফার ভোট রয়েছে রাজ্যে। ওইদিন বাঁকুড়া,পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা ওইদিন রয়েছে এবং তা নির্বাচনে প্রভাব ফেলবে কি না তা নিয়েও আলিপুর হাওয়া অফিস সরাসরি কিছুই বলেনি। ফলে হাওয়া অফিস চলতি সপ্তাহে বৃষ্টিস্নাত বঙ্গের কথা পূর্বাভাসে বললেও তার দেখা সেভাবে মঙ্গলবার বা বুধবার দুপুর পর্যন্ত মেলেনি। বিক্ষিপ্তভাবে জেলাগুলোতে বৃষ্টি হয়েছে।

কিন্তু ভ্যাবসা গরমে স্বস্তির জন্য যতটা বৃষ্টি দরকার তা হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেব বলছে গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। অথচ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলছেন আগামী কয়েকদিন দক্ষিনবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দমকা হাওয়া এমনকি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল। প্রাকৃতিক দূর্যোগে জনসাধারণ সতর্ক করতে কমলা সতর্কতা উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছিল। বিক্ষিপ্ত বৃষ্টিতে বাতাসে ঠাণ্ডার ছোঁয়া মিললেও ভ্যাবসা গরমের অস্বস্তি দূর হয়নি। সোমনাথ দত্ত বলছেন,“আজ ২২মে কোনও কমলা সতর্কতা নেই তবে দক্ষিনবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিনবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে আগামীকাল কোনও সতর্কবার্তা নেই। ২৪ মে শুক্রবার একই পরিস্থিতি। দক্ষিনবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। ২৫মে শনিবার দক্ষিনবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কবার্তা রয়েছে। তবে ওই দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায়। পূর্বমেদিনীপুরে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে। ২৬মে রবিবার একই পরিস্থিতি দক্ষিনবঙ্গের জেলায়। উপকুলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। ” তাই মেঘলা আকাশ বৃষ্টি পরিস্থিতির আশাই অস্বস্তিকর গরমে স্বস্তির আশা। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং মেঘলা আকাশ গরমের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। একমাত্র বৃষ্টিতেই মুক্তি।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রী নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ সর্বনিম্ন ৬০ শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ডিগ্রী এবং ২৮ডিগ্রীর আশেপাশে থাকবে।