পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর – ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্টেন্ডে শত্রুঘ্ন সিনহার বিশাল জনসভা ।

আজ কয়েক হাজার কর্মী সমর্থক কে নিয়ে পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা রোড শো তে হাঁটলেন। আসা যাওয়ার পথে প্রার্থীকে দেখতে উপচে পড়লো আম জনতার ভিড়।পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইছাপুর সহ বিভিন্ন গ্রাম রীতিমতো ঘুরে ঘুরে প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। হুড খোলা গাড়িতে প্রার্থী যখন ইছাপুরের আমলকা, বাঙ্গুরী, ইছাপুর গ্রামগুলিতে যান, তাই বলিউডের এই স্টার প্রার্থীকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়৷এদিন রোড শো শেষ করে কর্মীসমর্থক সহ প্রার্থী কে নিয়ে প্রতাপপুর বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভারও আয়োজন করা হয়। জনসভায় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি শতদ্বীপ ঘটক, জেলার সাধারন সম্পাদক সুজিত মুখার্জি,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য চুমকি মুখার্জী সহ কাজল মুখার্জী ,জগবন্ধু সাধু ( প্রতাপপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুগ্ম সভাপতি ) এবং অনন্য কর্মীবৃন্দ ।জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান “গতবার পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে জয়ের মার্জিন ছিল অনেকটাই। এবারে সেই মার্জিন আরো অনেক বাড়বে,কারন এই বিধানসভা এলাকার বাসিন্দাদের পাশে আমাদের নেতৃত্বরা সব সময় ছিলো, আছে এবং আগামীদিনেও থাকবে,ভোট বলে আলাদা করে কোনো প্রচার করার দরকার নেই।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *