নিজেকে বাপের বেটা বলে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে “”তার গুষ্টিশুদ্ধ চোর “” মন্তব্যে অনড় রইলেন

দুর্গাপুর, ২২ এপ্রিল ; আবারও বিতর্কিত মন্তব্য করার জেরে বর্ধমানের দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়। পূর্ব বর্ধমানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বিজেপিকে দু নম্বরী বলার পরিপেক্ষিতে বলেন “”উনি একমাত্র ভদ্রলোক?উনার গুষ্টি শুদ্ধ চোর। উনার বাড়িতে সবাই চোর। উনার বাড়িতে সোনা পাওয়া যায়, টাকা পাওয়া যায়। “”এই মন্তব্যের পরেই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় দুর্গাপুরে সিটি সেন্টার এর সৃজনী প্রেক্ষাগৃহে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির কর্মীসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম না করে বললেন, “”আবার বলব।

তার গুষ্টি শুদ্ধ চোর তার পরিবারশুদ্ধ সবাই চোর। তার বাড়িতে টাকা পাওয়া যায়, সোনা পাওয়া যায়।তার বাড়ির কুকুর, ছাগলকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়। আমি বাপের ব্যাটা তাই কথা বলতে পারি। “”অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ছক কষার অভিযোগে মুম্বাই থেকে গ্রেপ্তার এক চক্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “”নির্বাচনের আগে সিমপ্যাথি আদায় করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ ড্রামা শুরু করেছে। মুম্বাই থেকে দরকার নেই যাদের বাড়িতে টেররিস্ট থাকে। যারা টেররিস্ট নিয়ে রাজনীতি করে, যাদের পার্টিতে টেররিস্ট রয়েছে।তাদেরকে টেররিস্ট মারবে? সারা ভারতবর্ষের টেরোরিষ্ট পশ্চিমবঙ্গে আছে,বাংলাদেশের টেরোরিস্ট আছে। তারা টিএমসি কে মারবে? পাগল হয়েছে নাকি? এতো ভালো সেল্টার থাকতে? এখন হেরে যাচ্ছেন বলে সিমপ্যাথেটিক ভোটের চেষ্টা করছেন। “”এসএসসি দুর্নীতি নিয়েও তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন দিলীপ ঘোষ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *