“”যারা যারা চাকরির জন্য টাকা নিয়েছে তাদেরকে খুঁজে বের করাটা সিবিআইয়ের আসল কাজ””-দিলীপ ঘোষ

দুর্গাপুর, ২২এপ্রিল : “”‘যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে এবার তাঁদের খুঁজবে সিবিআই’, তাঁদেরও সুদ সমেত ফেরত দিতে হবে টাকা””- ২০১৬ র SSC র প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করলেন বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার ২০১৬ সালে নিয়োগ হওয়া ২৫ হাজার৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রয়োজন হলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারে সিবিআই।

লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের এই বিচারের পরেই গোটা রাজ্যজুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। বুদবুদের কর্মীসভায় যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,” পরীক্ষায় দু’নম্বরী হয়েছে। বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছিল এবার তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। রাজ্যে সংকট তৈরির দায় রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের। এই চাকরি যারা টাকার বিনিময় দিয়েছিল এবার সিবিআই তাদের খুঁজবে। ওটাই সিবিআইয়ের আসল কাজ। যারা ভুক্তভোগী তাঁরা তো বঞ্চিত হয়েছেই। তাঁরা তো বিচার পাবেই। কিন্তু যারা টাকা নিয়ে এই অন্যায় টা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে। পা থেকে মাথা সবাইকে ধরা হবে। পশ্চিমবঙ্গে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। আ যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরও সুদ সহ টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকার কয়েক বছর ধরে হতে ধাক্কা খেয়ে আসছে “” বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। নির্বাচন শুরু হওয়ার পরে হাইকোর্ট এর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন এস এস সি র চেয়ারম্যান।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *