দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ, দুর্ভোগে আমজনতা

দুর্গাপুর, ২১ এপ্রিল : শুকনো পাতা থেকে লাগা আগুনে নাকি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের আগুনে রবিবার দুপুরে পুড়ে ছাই হলো দুর্গাপুরের বিধাননগরের পাম্পহাউস মোড়ে ভারতীয় জনতা পার্টির কার্যালয়?তবে ঘটনা যায় হোক না কেন তার জেরে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের দুর্গাপুরের বিধান নগরে পাম্প হাউস মোড়ে এই ঘটনার জেরে প্রায় আধঘন্টার পথ অবরোধে দুর্ভোগে পড়তে হলো আমজনতা কে।

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির। রবিবার সন্ধ্যায় যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পাম্প হাউস মোড়ে। বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এবং বিজেপি নেতা অমিতাভ ও বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এই অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ,”পাম্প হাউস এলাকায় তাঁদের একটি দলীয় কার্যালয় ছিল। সেই কার্যালয় জ্বালিয়ে দেয় এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা। কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানিয়েছেন। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তাঁরা পথ অবরোধ করেছেন। যতক্ষণ না পর্যন্ত তাঁদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন ।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *