দুর্গাপুর, ৪ এপ্রিল : ঝরা পাতা থেকেই কি চারচাকা গাড়িতে আগুন?ভয়াবহ আগুনে ভস্মীভূত চার চাকার গাড়ি। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের এবিএলের জঙ্গলে শুকনো পাতায় আগুন ধরে যায়। কিছুক্ষণ পরেই সেই আগুন একটি বাড়ির সামনে চলে যায়। সেখানে একটি চার চাকার গাড়ির টায়ার থেকে গোটা গাড়ি জ্বলে যায়। স্থানীয়রা আগুন জ্বলছে দেখে গাড়ির মালিককে খবর দেয়। খবর দেওয়া হয় দমকল বিভাগেও। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গাড়ির মালিক অমরেন্দ্র দত্ত বলেন,”আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। আমার শরীর খারাপ আমি বাড়িতে চলে আসি আজ।আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি বাইরে লোক চিৎকার করছে।
বাইরে বেরিয়ে এসে দেখলাম আমার গাড়িতে আগুন জ্বলছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়। সম্ভবত শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে। প্রচন্ড গরমে আমি গাড়ি চালিয়ে এলাম তারপর হয়তো শর্ট-সার্কিট থেকে আগুন ধরেছে। “”এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এক প্রতিবেশী পার্থ গোস্বামী জানান, “”হঠাৎ আমাদের পাশের বাড়িতে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন জ্বলতে দেখলাম। ভয়ে কেউ সামনে যায়নি। কারণ জ্বলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই ভয়ে কেউ কাছে যায়নি। দমকলের ইঞ্জিন আগুন নেভানোর আগেই গোটা গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।””তবে শুকনো পাতা থেকেই কি এই আগুন?নাকি শর্ট সার্কিট? এবিএল টাউনশীপের ভতরে শাল গাছের প্রাচুর্য। এই সময় শুকনো পাতা ঝড়ে পড়ে।আর তাতে অনেকেই মজার ছলে আগুন জ্বালিয়ে দেয়।বারবার বনবিভাগ ও দমকল বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে মানুষকে সচেতন করা হলেও তা যে কমেনি তা স্পষ্ট।।।