গোষ্ঠীদ্বন্দ্ব আমরাই গ্রামে,দিলীপ ঘোষ গাইলেন “” বাচকে রেহেনা রে বাবা””

দুর্গাপুর, ১ এপ্রিল :উত্তরবঙ্গে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বহু প্রাণহানির ঘটনার পাশাপাশি উত্তরবঙ্গের বহু এলাকা বিধ্বস্ত।মুখ্যমন্ত্রী রবিবার সেখানে পৌঁছানোর পরে আজ অভিষেক বন্দোপাধ্যায় সেখানে যাচ্ছেন।পৌঁছেছেন রাজ্যপাল।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকলকে উদ্ধারকাজে নামার কথা বলেছেন।আজ সকালে দুর্গাপুরের ক্লাব স্যান্টোস ময়দানে প্রাত:ভ্রমনের পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষের জবাব,””ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। সেখানে বিজেপির ঝড় শুরু হয়ে গেছে। আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেছে সব ।এই সময় কালবৈশাখী হয়।

তবে উত্তরবঙ্গে এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। আমাদের দলের লোকেরাও মানুষের পাশে দাঁড়িয়েছেন। “”অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া প্রসঙ্গে বলেন, “”যাওয়া উচিত। উনি তো সরকারের প্রতিনিধি।উনি তো সরকার চালাচ্ছি বলেন। “”

বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার মন্তেশ্বরে এখনও বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে দেওয়ার লিখতে দেওয়া হচ্ছে না। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানকার বিধায়কের এলাকাতেই এই ঘটনা ঘটছে। কিন্তু আমি সব এলাকায় যাব। মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি বর্ধমান দুর্গাপুরেও শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান সাতসকালে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার দুর্গাপুরের ক্লাব স্যান্টোসের মাঠে প্রাতঃভ্রমণ সেরে ‘বাচকে রেহেনা রে বাবা, বাচকে রেহেনা রে’ গানের সুরে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় বলেন, দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরের ভেতর ঢুকতে হলো তাঁকে, তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গেছেন উনি। মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন ইডি সিবিআই ডাকলে এখন স্পষ্ট বলে দিন ভোটের কাজে ব্যস্ত। এই প্রসঙ্গেও দিলীপ ঘোষের হুঁশিয়ারি ইটি সিবিআই ডাকলে না গেলে কি হয় পার্থ আর অনুব্রতকেই দেখলেই বুঝে যাবেন। আগে বলতো পুলিশ ছুঁলে ১৮ ঘা আর এখন ইডি সিবিআই ছুঁলে ৪২ ঘা। যারা চুরি করেছেন তাদের ভগবান ও বাঁচাতে পারবে না।তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন,”ফুলের ওপর দিয়ে হাঁটার জন্য দিলীপ ঘোষ আসেনি আগুনের উপর হাঁটার জন্য।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *