দুর্গাপুর, ৩১ মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোটের সিপিআই(এম) প্রার্থী ড: সুকৃতি ঘোষালের সমর্থনে দুর্গাপুরের গান্ধীমোড়ে একটি জনসভা আয়োজিত হয়।সেই সভায় এসে যোগ দেন সিপিআই(এম) এর যুব সংগঠন ডি ওয়াই এফ এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতা কর্মীরা। এই জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল তার বক্তব্যে বলেন যে, আমি একজন শিক্ষক। আমাকে অনেকেই বলেন আপনার ভাষা মার্জিত।আমি প্রতিপক্ষকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করব না।
আমি ব্যাক্তি আক্রমণ করব না।পলিসির বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই আমি সেই কথা মানুষের সামনে তুলে ধরব।আমার অগ্রজ বামপন্থী রাজনৈতিক নেতা ছিলেন যারা, আমরা রাজনীতি শিখেছি যাদের কাছে তাদের আদর্শ কে আমি অব্যাহত রাখব।আমার ভাষা মার্জিত এটা আমার গর্ব।তবে একটা কথা আজ বলে রাখি মানুষের অধিকার রক্ষার লড়াই যেখানে।শ্রমিকের অধিকার,কৃষকের অধিকার রক্ষার লড়াই যেখানে, সেখানে আমি লড়াই এর ময়দানে এক ইঞ্চি জায়গা ছাড়ব না।আমি কর্মীদের পাশে থেকে লড়াই করব।””প্রার্থীর মুখে এই বক্তব্য শুনে উপস্থিত জনতার করতালি শোনা গেল।এখন দেখার সিপিআই(এম) প্রার্থীর এই কথায় কর্মীরা কতটা বিশ্বাস রেখে ভোটবাক্সে তা প্রতিফলিত হয় সেটা দেখার।