দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য, পথ অবরোধ ১২ নম্বর ওয়ার্ডে

দুর্গাপুর, ২৬ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “” পিতৃত্ব “”নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবল সমালোচনা। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রবল বিরোধিতা করা হয়। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের ও ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমরাই মোড়ে প্রতীকি পথ অবরোধ ও দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাও করেন ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। প্রায় ১৫ মিনিট পথ অবরোধ করার পর এই অবরোধ তুলে নেওয়া হয়।

১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শেখ শাহাবুদ্দিন জানান, “”যেভাবে দিলীপ ঘোষ আজ সমগ্র মহিলা জাতিকে আক্রমণ করে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত হননি, গোটা ভারতবর্ষের নারী সমাজ আহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। “”বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচারের প্রথম দিনেই দুর্গাপুরে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ আন্দোলন শিল্পশহর জুড়ে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এরাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা চলে আসেন, তাহলে আজ দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী কে নিয়ে এত বড় মন্তব্যের পরেও কেন্দ্রীয় মহিলা কমিশনের মুখে কুলুপ কেন?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *