দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদের আগুন জ্বললো দুর্গাপুরে

দুর্গাপুর, ২৬ মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাত:ভ্রমণের পরে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন।তিনি বলেন””তিনি (কীর্তি আজাদ) যে দিদির হাত ধরে এসেছেন, তার পা টলছে।তাকে তার বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দেয় ।বাংলার লোক কখন ধাক্কা মারবেন উনি বুঝতেই পারবেন না। বাংলা নিজের ভাইপোকেই চাই। মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আসলে উনি আগে বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়। “”এই কথার পরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে।জোড়াফুল শিবিরের পক্ষ থেকে একের পর এক নেতা মন্ত্রী বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই বক্ত্যবের সসমালোচনায় সরব হন।

দুর্গাপুরের বিভিন্ন ব্লকে শাসক দলের কর্মীরা আন্দোলনে নামেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের কাইজার মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী। এই মিছিল শেষে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করেন জোড়াফুল শিবিরের মহিলা নেত্রীরা।অসীমা চক্রবর্তী বলেন,””বিজেপির একজন সাংসদ আজ মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তাই নয়। তিনি বাংলার সমগ্র নারী জাতিকে অপমান করেছেন। বাংলার মানুষ এর জবাব দেবেন ভোট বাক্সে।””এই ঘটনার প্রতিবাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত না দিলীপ ঘোষ নিঃশর্ত ক্ষমা চাইছেন বলে জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা নেতৃত্ব।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *