বসন্ত উৎসব হোক প্রাণের উৎসব , জল,কালি দিয়ে কলুষিত নয়-বার্তা পুলিশের, দুর্গাপুরের কোথায় কোথায় এই উৎসব?

দুর্গাপুর, ২৪ মার্চ: রাত পোহালেই বসন্ত উৎসব। আগুন রাঙা পলাশ গাছে গাছে, শিমুল আর কৃষ্ণচূড়ার রং প্রকৃতিকে যেন নানা রঙে সাজিয়ে তুলেছে। বসন্ত উৎসব প্রকৃতপক্ষে রঙের উৎসব। লাল, নীল,হলুদ, সবুজ,কমলা নানা রঙের মেলবন্ধনে যেন রঙিন হয়ে ওঠে বঙ্গভূমি।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের আবাসিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই রং এর উৎসবে মেতে উঠেছিলেন। মানুষের ঢল আজও শান্তিনিকেতনে বসন্ত উৎসবের ঘিরে। প্রভাত ফেরীতে নানা রঙের আবির উড়িয়ে “”ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল “”রবীন্দ্রগীতের মূর্ছনায় শুরু হয় দোল উৎসব।তবে আজ আর শুধুই শান্তিনিকেতন নয়।রাবীন্দ্রীক ভাবনাকে অবলম্বন করে আজ এ বাঙলার বিভিন্ন প্রান্তে আজ বসন্ত উৎসবের ঘনঘটা। বসন্ত উৎসব উদযাপনে পিছিয়ে থাকেনা শিল্প শহর দুর্গাপুর। তবে এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে কড়া সতর্কবার্তা “”কাউকে জোর করে বসন্ত উৎসব উদযাপন করতে বাধ্য করবেন না। রংয়ের উৎসবে জল কিংবা কালি মাখিয়ে উৎসবের আনন্দকে নষ্ট করবেন না।””পুলিশের পক্ষ থেকে বসন্ত উৎসবকে সুন্দরভাবে উদযাপনের জন্য বাড়তি নজরদারি চালানো হবে শহরের বিভিন্ন রাস্তায় বলে জানানো হয়েছে। আসানসোল-দুর্গাপুর ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে কড়া সতর্কবার্তা, “”নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না। “”

দুর্গাপুরের কোথায় কোথায় উদযাপিত হবে এই বসন্ত উৎসব??

১)প্রতিবারের মতো এবারও “গীতাঞ্জলি” পরিবারের পক্ষ থেকে সোমবার সকাল সাতটা থেকে সিটি সেন্টার এলাকায় প্রভাত ফেরির পর চতুরঙ্গ ময়দানে রাবীন্দ্রিক ভাবনায় আয়োজিত হবে বসন্ত উৎসব। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়।

২) কাঁকসা হাটতলা জিজিএমপি ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হবে আগামী সোমবার বসন্ত উৎসব।

৩)এবিএল টাউনশীপে আয়োজিত হবে এবিএল সার্বজনীন বসন্ত উৎসব উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান।

৪)এম এ এম সি টাউনশিপ এ আয়োজিত হবে বসন্ত উৎসব সোমবার সকাল আটটা থেকে।
৫) দুর্গাপুরের গোপাল মাঠেও এবার বর্ণাঢ্য বসন্ত উৎসব পালিত হবে সোমবার সকাল থেকেই।
এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে মহাসমারোহে পালিত হবে নানা রঙের এই উৎসব।।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাই এই দিনটি যাতে সকলের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে সেই বার্তা দেওয়া হয়েছে। সমস্ত জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে রং এর উৎসব হয়ে উঠুক আরও রঙিন।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *