“নো রোড, নো ভোট”-লোকসভা নির্বাচনের আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক লাউদোহার জামগড়া গ্রামের

দুর্গাপুর, ২১ মার্চ: এক আধ মাস নয়, প্রায় এক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের জামগড়া এলাকার প্রায় তিন কিলোমিটারের একটি রাস্তা। কার্যত রাস্তাটি বসে যাওয়ায় জল জমছে, ফলে রাস্তার জমা জল বিপদ বাড়াচ্ছে এলাকার মানুষের। ইসিএল থেকে শুরু করে সব দলের নেতাদের বারবার বলার পরও কাজ এক বিন্দু এগোয়নি, মাঝে পথস্রী প্রকল্পের কাজ শুরু হয়েছিল বটে কিন্তু কেন্দ্র রাজ্য অঘোসিত ঠান্ডা লড়াইয়ে সেই রাস্তা যেমন কি তেমন পড়ে রয়েছে। প্রাণ হাতে করে নিয়ে যেতে হয় এলাকার মানুষকে এই রাস্তা দিয়ে।অগত্যা আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পান্ডবেশ্বর বিধানসভার এই অঞ্চলের ২০৯ ও ২১০ এই দুই বুথের প্রায় হাজার তিনেক মানুষ এবার ভোট বয়কটের ডাক দিলেন। নো রোড নো ভোট এই স্লোগান লিখে দেওয়া হয়েছে এলাকার দেওয়াল গুলিতে।

নয় নয় করে প্রায় হাজার পাঁচেক মানুষ এই অঞ্চলে বসবাস করেন, আর তিন হাজারের মতো ভোটার রয়েছেন এই অঞ্চলে। এখন এলাকাবাসীর এই ভোট বয়কটের সিদ্ধান্তে এখন বেজায় অস্বস্তিতে সবকটি রাজনৈতিক দল থেকে শুরু করে স্থানীয় প্রশাসন। এখন স্থানীয় প্রশাসন বলছেন, আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছেন, কারণ গণতান্ত্রিক এই প্রক্রিয়াতে সবাইকে অংশগ্রহণ করাতে হবে এটা সুনিশ্চিত করতে তারা সচেষ্ট থাকবেন। এইদিকে লোকসভা ভোটের আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে যখন সরব সাধারণ মানুষ, তখন রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই ঘটনায়। দায় কার? তা নিয়ে যখন শুরু সব শিবিরের দড়ি টানাটানি, ঠিক তখন জনতা জনার্দন বলছেন “” নো রোড,নো ভোট””।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *