ফের বড়সড় দুর্ঘটনা ডিএসপিতে, আগুনে পূড়ল ঝাড়খন্ডের রাঁচীর বাসিন্দা ৪ জন ঠিকা কর্মী

দুর্গাপুর, ১৪ মার্চ: দুর্গাপুর ইস্পাত কারখানা বাস্তবে যেন কালখানাতে পরিণত হয়েছে। এবার দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে প্লেট কাটিং এর সময় ভয়াবহ আগুনে ঝলসে যায় চারজন ঠিকা কর্মীর দেহ। তাদের মধ্যে একজনের নাম রাকেশ গুপ্তা বলে সুত্রমার পথ জানা গেছে। এই চারজন শ্রমিক প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলেও জানা গেছে। মাত্র ১০ দিন আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।আহত ৫ জনের মধ্যে দুজন মারা যায় এবং তিনজন এখনো চিকিৎসাধীন। তার কয়েক ঘণ্টা বাদেই রাষ্ট্রায়াত্ত্ব মিশ্র ইস্পাত কারখানায় একজন স্থায়ী শ্রমিক আগুনে জ্বলছে যান। এবার আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় চারজন ঠিকা কর্মীর দেহ ঝলসে গেল।

দ্রুত তাদেরকে প্রথমে নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। পরে তাদেরকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ পুরনো হয়ে যাওয়া যন্ত্রপাতি, আধুনিকীকরণ নেই দুর্গাপুর ইস্পাত কারখানার,আর তার মাঝেই দুর্গাপুর ইস্পাত কারখানার লাগাতার দুর্ঘটনা শ্রমিক সংগঠনগুলির দাবিকে আরো জোরালো করে তুলেছে। বিগত বেশ কয়েক দশক দুর্গাপুর ইস্পাত কারখানা লাভের মধ্যে চলেছে। এই কারখানার উৎপাদন ক্ষমতা দিন প্রতিদিন বেড়েছে। কিন্তু কারখানার আধুনিকীকরণ নেই। স্বাভাবিকভাবে শ্রমিক সংগঠন গুলির ক্ষোভ বাড়ছে।এর আগে যে দুর্ঘটনাটি ঘটেছিল তার জন্য কারখানার বেশ কয়েকজন আধিকারিককে কাঠগড়ায় তোলা হয়েছিল। দুর্গাপুর ইস্পাত কারখানায় বেশ কয়েকজন আধিকারিক যান।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *