দুর্গাপুর, ১১ মার্চ: গড়গড়িয়ে কয়েকশো ফুল,ফল জীবজন্তু থেকে বিভিন্ন যানবাহনের ছবি দেখেই তাদের নাম বলে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের পাতায় নাম তুলে ফেলল মাত্র ৪ বছরের শিশু। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপির প্রিয় রঞ্জন মন্ডলের চার বছরের ছেলে সায়ন মন্ডল ছোট থেকেই সব ফল, ফু,ল জীবজন্তুর, যানবাহন থেকে আরও বহু জিনিসের নাম ছবি দেখে অবলীলায় তাদের নাম বলতে পারে। একের পর এক গল্প বলতে পারে ইংরেজিতে। প্রবল স্মৃতিশক্তির জেরে যা কিছু সে দেখে, তা মনে রাখার ক্ষমতাও ছোট থেকে অনেক বেশি। কয়েক মাস আগে সায়নের বাবা প্রিয় রঞ্জন মণ্ডল ওর মা শিল্পা দাস মন্ডল ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এ ছেলের এই প্রতিভার কথা তুলে ধরে রেকর্ড বুকে নিজের সন্তানের নাম খোদাই করে রাখার জন্য আবেদন করেন।

বিচারকরা এই ক্ষুদের বিরল সেই প্রতিভা দেখে তাকে জায়গা করে দেয় ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস এর পাতায়। কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এর তরফ থেকে পাঠানো হয়েছে শংসাপত্র, স্মারক আর মেডেল। মা শিল্পা দাস মন্ডল ছেলের এই কৃতিত্বে গর্বের সঙ্গে জানান, “”আমার ছেলের প্রতিভা দেখে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এর সাথে অনলাইনে যোগাযোগ করি। তারা ধাপে ধাপে আমাকে যেভাবে যা কিছু পাঠাতে বলেছিলেন আমি সমস্ত কিছুই পাঠিয়েছিলাম। গত সপ্তাহে আমার কাছে সায়ন এলিজেবল এই সংবাদ আসার পরেই আমরা অত্যন্ত খুশি। এই খবর জানতে পেরে প্রতিবেশী সহ আত্মীয়রা সকলেই সায়ন কে আশীর্বাদ করেছেন। মা হিসেবে আমি আজ অত্যন্ত গর্বিত। “”ছোট্ট সায়নের বাবা একজন খনিকর্মী। বাবা প্রিয়রঞ্জন মন্ডল জানালেন, “”এই কৃতিত্ব সায়নের মায়ের। সেই সমস্ত কিছু যোগাযোগ করেছিল।আমরা অত্যন্ত খুশির ছেলের এই প্রতিভা দেখে। “”অবলীলায় ইংরেজি গল্প বলা থেকে শুরু করে বিভিন্ন ছবি দেখে তাদের নাম মনে রাখার ক্ষমতা ছোট্ট সায়নের রয়েছে। এলাকায় শাওনকে অনেকেই বলতে শুরু করেছেন সরস্বতীর বর পুত্র। সায়নের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনায় এখন তার পরিবার সহ আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা।।