দুর্গাপুর, ১০ মার্চ: প্রকাশ্য দিনের বেলায় হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা।এস,এন ব্যানার্জি রোডে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন কান্ডেশ্বর গ্রামের বাসিন্দা মৌমিতা মন্ডল। সেই সময় বাইক নিয়ে হেলমেট পরা অবস্থায় দুই যুবক গলা থেকে হার ছিনতাই করে চম্পট দেয়। ঘটনাস্থলে আসে দূর্গাপুর থানার পুলিশ। রাস্তার পাশে থাকা বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
হার ছিনতাই এর ঘটনায় আতঙ্কে ওই মহিলা সহ এলাকার মানুষ।
উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন ধরেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটেছে। পুলিশের কপালে এবার নতুন করে চিন্তার ভাঁজ।ফের দুর্গাপুরে বাইক নিয়ে ছিনতাই এর আতঙ্ক। কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে অভিনব কায়দায় এক ব্যাক্তির সাইকেলের হ্যান্ডেলে থাকা কাপড়ের থলি থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই এর ঘটনার পরে দুর্গাপুর থানার পুলিশের তৎপরতায় দ্রুত হুগলি থেকে ধরা পড়ে এক ছিনতাইবাজ।
রবিবাসরীয় সকালে জনবহুল আমরাই মোড় এলাকা থেকে মহিলার গলার হার ছিনতাই র ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।