সাবধান!রাস্তায় মুঠোফোনের প্রতি বাড়তি গুরুত্ব দিন

দুর্গাপুর, ৮ মার্চ: আপনি রাস্তায় হাঁটছেন মোবাইল ফোন হাতে অগোছালো ভাবে ধরে অথবা কানে লাগিয়ে কথা বলতে যাচ্ছেন,পিছন থেকে বাইক নিয়ে এসে নিমেষে মোবাইল ছো -মেরে ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাইক উড়িয়ে আপনার চোখের সামনে চলে যেতে দেখবেন আপনার প্রিয় বহুমূল্যের মুঠোফোন। আর এরকম ক্রাইম এখন পুলিশের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।মাত্র দুদিন আগেই দুর্গাপুর মেইনগেট এলাকায় বাসে নেমে নিমাই দাস নামের এক চিত্রসাংবাদিক লিংক রোড দিয়ে যাচ্ছিল বাড়ির দিকে।

তার ডান হাতে মুঠো ফোন ছিল। হঠাৎ পিছন দিক থেকে দুজন বাইক আরোহী এসে নিমাই দাসের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে দুর্গাপুর স্টিল টাউনশীপের কনিষ্ক রোডের দিকে উদ্ধশ্বাসে বাইক ছুটিয়ে পালিয়ে যায়। এরকম বহু অভিযোগ উঠছে দিন প্রতিদিন। কিন্তু এই বাইক নিয়ে মোবাইল ছিনতাইকারী কারা? সূত্র মারফত জানা যাচ্ছে যে দুর্গাপুরে বেশ কিছু এলাকায় যুবসমাজের একটা বড় অংশ ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তারা। ব্রাউন সুগারের খরচ জোগাতে তারাই কি নেমে পড়েছে এই দুঃসাহসিক মোবাইল ছিনতাই অভিযানে?যদিও দুর্গাপুর মহাকুমার বিভিন্ন থানার পুলিশ এই ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর)সুবীর রায় ফোনে আমাদের প্রতিনিধিকে জানান,””আমি এরকম অভিযোগ পেয়েছি। আমি দ্রুত বিভিন্ন থানার ওসিদের সাথে কথা বলছি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে। “”দুর্গাপুর মহকুমা জুড়ে অপরাধ সেই অর্থে নির্মূল করা গেছে পুলিশি বাড়তি নজরদারীর জেরে। কিন্তু হঠাৎ করে এই মুঠোফোন ছিনতাই কারীদের একটি চক্র আবির্ভূত হয়েছে। এই মুঠোফোন ছিনতাইকারীদের আবার সফট টার্গেট রাস্তায় মুঠোফোনে কথা বলতে থাকা একাকি মহিলারা।তাই সাবধান! রাস্তায় যখন আপনি আপনার আত্মীয়, পরিজন অথবা প্রিয়জনের সাথে মুঠোফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছেন তখনই আপনার পিছন থেকে আসছে ওই ছিনতাইকারীরা। বাজ পাখির মত শিকার ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে ঊর্ধ্বশ্বাসে মুহূর্তের মধ্যে হাওয়া এই দুষ্কৃতীরা।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *