দুর্গাপুর, ৪ মার্চ: রাস্তায় দশ,বিশ টাকার নোট ছড়িয়ে থলে থেকে ১লক্ষ ৮০হাজার টাকা কেপমারি। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যান্ডেলের বালি কাটা থেকে দুষ্কৃতিকে পাকড়াও করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম কালিদাস নাইডু। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে। চলতি মাসের দু তারিখ দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জোতিশ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৮০হাজার টাকা তোলেন। তারপর সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান। সেই টাকা ভর্তি থলে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। তারপরেই ঘটে অভিনব কেপমারি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নামে দুর্গাপুর থানার পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যান্ডেল থেকে কালিদাস নাইডু নামের অভিযুক্ত গ্রেফতার হয়। সোমবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার মূল পান্ডার সন্ধানে তল্লাশি চালানো হবে বলেও জানান পুলিশ আধিকারিকরা।যদিও আদালতে ওঠার আগে ধৃত কালিদাস নাইডু এই ঘটনার সাথে জড়িত নন বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিসিটিভি ফুটেজ খতিয়ান দেখার পরেই কালিদাস নাইডুকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই অভিনব কায়দায় ছিনতাই এর ঘটনায় প্রকৃত অপরাধী কি কালিদাস নাইডু?নাকি এর নেপথ্যে কোন একটি বড়সড় চক্র রয়েছে? ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।