দুর্গাপুর, ২ মার্চ: সুপার স্পেশালিটি হাসপাতালের ফিমেল ওয়ার্ডের থমথমে পরিবেশে হটাৎ বদল এলো শনিবার সন্ধ্যায়।সব নিস্তব্ধতা ভেঙে গেল উলুধ্বনি আর শাঁখের আওয়াজে।হাসপাতালের ফিমেল ওয়ার্ডে হাতে ইঞ্জেকশনের চ্যানেল নিয়ে বিছানায় শুয়ে থাকা হটাৎ জন্ডিসে আক্রান্ত প্রেমিকাকে বিবাহের জন্য নির্ধারিত দিনেই ধুতি,পাঞ্জাবি,মাথায় টোপর আর গলায় বরমাল্য পরেই প্রেমিক এলো।ওয়ার্ডের নার্স,ডাক্তার আর গুটিকয়েক পরিবারের সদস্যদের স্বাক্ষী রেখেই আড়াই বছরের ভালোবাসা পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে, তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্র সাথে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। আস্তে আস্তে পরিচয় বাড়ে দুইজনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরে। প্রায় আড়াই বছরের এই ভালোবাসা সম্পর্কে পর আজ ২ রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয়। এরপরে হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসসের আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিবাহকে আটকাতে পারেনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা বলে ২ রা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত -সুচরিতা৷
এই বিয়েতে খুশি পাত্র-পাত্রীর পরিবারও।সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার সেই হাত বাড়িয়ে দিয়েছে।
হয়তো এই ভাবেই আজও জিতে যায় অনেক প্রেম, ভালোবাসা।