দুর্গাপুর, ২ মার্চ: দুদিনের বঙ্গ সফর সেরে বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে করে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে ১:১৫ মিনিটে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঝাড়খন্ড এবং বঙ্গ সফর করেন দুদিন ধরে। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে তিনি আবার অন্ডাল বিমানবন্দর হয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিলেন।
ফিরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ প্রশাসনিক আধিকারিকরা।