উত্তপ্ত সন্দেশখালি! এবার ঝাঁটা চটি হতে দুর্গাপুরের রাস্তায় বিজেপি মহিলা মোর্চা….

দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারী :উত্তপ্ত সন্দেশখালি। শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ঝাঁটা লাঠি হাতে সরব এলাকাবাসী। এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবী উঠল দুর্গাপুরেও। ঝাঁটা, চটি হাতে দুর্গাপুর বিজেপি মহিলা মোর্চা নামলো প্রতিবাদ মিছিলে। দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত প্রায় ১ হাজার এই মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান। নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং মহিলা মোর্চার নেত্রী মনীষা শিকদার সহ মহিলা মোর্চার মন্ডল সভাপতিরা।

সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “সন্দেশখালীর ঘটনা রাজ্য বাসীর কাছে কাছে তুলে ধরতেই এই মিছিল। মাছের ভেড়ি দখল মহিলাদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে শাজাহান বাহিনী ।সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে কোথায় তা সবাই জানে। কোনও ব্যবস্থা না নিয়ে পুলিশমন্ত্রী দুর্গাপুরে আসছেন। আমরা প্রতিবাদে নামবো।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *