ঝড়ের তান্ডবে লন্ডভন্ড পলাশডিহায় হস্তশিল্পমেলা, ক্ষতির মুখে শিল্পীরা

দুর্গাপুর ২০ ফেব্রুয়ারী :: রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের পলাশডিহাতে “” দুর্গাপুর হাট “” এ হস্তশিল্পমেলার আয়োজন।কয়েকদিন আগেই শুরু হয় এই মেলা।দুর্গাপুরের পলাশডিহাতে বেশ কয়েকবছর আগে “”দুর্গাপুর হাট “”এর উদ্বোধন হলেও সেই হাট কিন্তু খুব একটা জনপ্রিয়তা পায়নি সেভাবে।

সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এই হাট কে জনপ্রিয় করে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। “”দুর্গাপুর হাট”” এ যাতে ধারাবাহিকভাবে গ্রাম্য হস্তশিল্পী এবং কুটির শিল্পীদের নিজ হাতে তৈরি সামগ্রীর বিপনন কেন্দ্র হয়ে ওঠে সেই কারনে এই হাটে ধারাবাহিক মেলার আয়োজনে আগ্রহী হন।কিন্তু মঙ্গলবার বিকালে হটাৎ সামান্য ঝড়ে এই হস্তশিল্প মেলায় বিরাট প্রভাব ফেলে।এই মেলার জন্য রাস্তায় থাকা বাঁশের তৈরি গেট ভেঙে পড়ে।মেলার ভেতরে বহু কিছু নষ্ট হয়ে যায়।বহু সামগ্রী ক্ষতিগ্রস্থ হলে শিল্পীদের কপালে ভাঁজ পড়ে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *