দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারী : একদিকে রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য, অন্যদিকে ডিভিসি র ডিটিপিএস কারখানার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষম নতুন ইউনিট তৈরির জন্য দুটি সংস্থা নিজেদের জমি দখলমুক্ত করতে হিমসিম খাচ্ছে।ডিটিপিএস এলাকায় প্রবল বাধার মুখে পড়তে হয়েছে ডিভিসি কর্তৃপক্ষকেম পুনর্বাসন বিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন এই মর্মে কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত কারখানার বিরুদ্ধে হুংকার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। কিন্তু রাষ্ট্রায়াত্ত কারখানা সম্প্রসারনের জন্য উচ্ছেদের প্রাথমিক কাজ শুরু করতেই নিখোঁজ বিধায়ক আর সাংসদ এমন অভিযোগ তুললেন উচ্ছেদের আতঙ্কে থাকা বস্তীবাসীদের একাংশ ।
রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন বস্তি এলাকার মঙ্গলবার সকালে বিজেপি সাংসদ ও বিধায়কের নিঁখোজ পোস্টারকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এক বস্তিবাসী মিঠুন দাস অভিযোগ তোলেন, “দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ যখন উচ্ছেদের নোটিশ দিয়েছিল তখন বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বিধায়ক আর সংসদ। পুনর্বাসন বিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু উচ্ছেদের কাজ শুরু করেছে রাষ্ট্রায়াত্ত সংস্থা। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বস্তি ছেড়ে চলে যাওয়ার। কিন্তু এখন সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া আর বিধায়ক লক্ষণ ঘোড়ুই নিখোঁজ হয়ে গেছেন। সেইজন্যই তাঁরা নিখোঁজের পোস্টার দিয়েছেন।”দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,”বেকার ছেলেদের টাকা দিয়ে এইসব কাজ করাচ্ছে তৃণমূলের নেতারা। সাসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং তাঁরা সব সময়ই মানুষের পাশে থাকেন। পুরসভা নির্বাচন না করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তৃণমূল বলেও তীব্র কটাক্ষ করেন। বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন,” মানুষের পাশে ওঁরা থাকে না মানুষের সাথে যোগাযোগও রাখে না। ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোলে ই আর দেখা মেলে না। তাই মানুষ ওদের নিখোঁজ বলেছে।” পিসি ভাইপোকে নিয়েই মা মাটি মানুষ ব্যস্ত তৃণমূলকে আক্রমণ করে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলু ওয়ালিয়া বলেন,”ওই এলাকার মানুষ সমস্যার কথা তাঁকে জানাননি। অথচ তিনি দুর্গাপুরেই রয়েছেন।রাজনৈতিক উদ্দেশ্যে নিখোঁজের পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে বলেও কটাক্ষ করেন বর্ষীয়ান এই সাংসদ ।