“”৫০০ বছর লড়াই করে রামমন্দির পেয়েছি, তার বিজয় উৎসব হবে এবার রামনবমীতে””-দিলীপ ঘোষ

দুর্গাপুর, ১৭ এপ্রিল : “”ওনার মাথায় শুধু দাঙ্গা ঘোরে, বিজেপি ভারত বর্ষ জুড়ে দাঙ্গা বন্ধ করেছে পশ্চিমবঙ্গেও বন্ধ করবে, রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে””-দুর্গাপুরে রামনবমী পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলকে আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের এমএএমসি এলাকায় রামনবমীর পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষন ঘরুই বিজেপি কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গের জনসভা থেকে মুখ্যমন্ত্রী দেশজুড়ে রামনবমীর মিছিল করে দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি। উত্তরবঙ্গের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন দেশ জুড়ে রামনবমীর শোভাযাত্রা বের করার কথা জানান।

এবার বাসন্তী পূজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন উনার মাথায় শুধু দাঙ্গা ঘোরে। ভারতীয় জনতা পার্টি সারাদেশ জুড়ে দাঙ্গা বন্ধ করেছে পশ্চিমবঙ্গেও বন্ধ করবে। হাজার হাজার সংখ্যায় মানুষ রাস্তায় নামবে। উত্তরবঙ্গে জনসভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে দেখে “” চোর চোর স্লোগান””দেওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “”নির্বাচন না থাকলে ওদের জিভ টেনে ছিঁড়ে দিতাম “” তার পালটা প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন,””সেই অধিকার উনি হারিয়ে ফেলেছেন। চোরেদের সরকার, চোরদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে থেকে আজ মানুষ সাহস পেয়েছেন তাকে চোর বলার। সেই সারা ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন। তাদেরকে দেখে কেও চোর বলে না। জেল খেটে এসেছে তাও চোর বলে না। উনাকে কেন এখন শুনতে হচ্ছে একথা? যেমন কর্ম করেছেন, তেমন ফল ভুগতে হচ্ছে “”।বুধবার দুর্গাপুরের বিভিন্ন রামনবমী কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে যোগ দেবেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “”আমরা ৫০০ বছর লড়াই করে রাম মন্দির করেছি। তার বিজয় উৎসব হবে এ বছরে। “”বুধবার সকালে দুর্গাপুরের কাদা রোডে, চন্ডীদাস বাজারে, ক্ষুদিরাম ময়দানে রাম নবমীর শোভাযাত্রায় যোগ দেওয়ার পর বিকালে দিলীপ ঘোষ যাবেন কাঁকসার পানাগড়, মানকর এর পরে পুর্ব বর্ধমানে।দিলীপ ঘোষের কথায় এবার দুর্গাপুরের রেকর্ড সংখ্যক মানুষ রামনবমীর শোভাযাত্রায় অংশ নেবেন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *