১৬ ঘন্টা নিখোঁজ দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের রহস্যমৃত্যু

দুর্গাপুর, ২৭ অক্টোবর : ১৬ ঘন্টা নিখোঁজ থাকা রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের দেহ কারখানার ভেতরে লিফটের নীচ থেকে উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য ইস্পাত কারখানা জুড়ে। মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য (৫৪)। সিটি সেন্টারের সেইল কো- অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতোই দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে গিয়েছিলেন সমিতবাবু। সকাল ১১টার পর আচমকা নিখোঁজ হয়ে যান।

তাঁর গাড়ি, ব্যাগ, টিফিন সব যথাস্থানে ছিল। দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতরে তল্লাশি শুরু করে। গভীর রাতে প্রায় ৩টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার জংশন বাংকারে একটি লিফটের নিচে সমিতবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশকে। সমিতবাবুর দেহ উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে (মেইন হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। তদন্তে পৌঁছান আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। আত্মহত্যা, খুন না এর পিছনে রয়েছে অন্য রহস্য? পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।যদিও দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক এর এইভাবে মৃত্যুর ঘটনায় ইস্পাত কারখানার সমস্ত শ্রমিক সংগঠনগুলি একযোগে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন।ওই আধিকারিকের লিফটের নিচে কিভাবে মৃতদেহ পাওয়া গেল? আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা NEWZ HUNT র প্রতিনিধিকে ফোনে জানান, “”আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছেন তদন্তকারী অফিসাররা। ময়নাতদন্তের রিপোর্টের দিকেও আমরা তাকিয়ে আছি। খুব দ্রুত আমরা মৃত্যুর আসল রহস্য উদঘাটন করতে পারব।।””

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *