দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারী :হাওড়া – দিল্লি দুরন্ত এক্সপ্রেসের চাকায় হঠাৎই ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। কাঁকসার বাসকোপাতে থেমে যায় ট্রেনটি। ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা এবং রেলের অগ্নিনির্বাপক বিভাগ। আধ ঘন্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। ট্রেনের এক যাত্রী রাজেশ পাশওয়ান বলেন,” হঠাৎই চাকা থেকে আগুন বের হতে থাকে। তারা জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন। রেলের আধিকারিকদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। আধঘন্টা পরেই ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।তবে কি কারণে আগুন তা নিয়ে স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।