দুর্গাপুর, ৫ মার্চ: এ কি হল হটাৎ! ফেসবুক খুলতেই ম্যাসেজ আবার লগ ইন করুন। যান্ত্রিক গোলযোগের কারণেই কি ফেসবুক হঠাৎ বন্ধ হয়ে গেল? তবে ব্যবহারকারীরা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে সোশ্যাল মিডিয়ার অন্য মাধ্যমগুলিতে সবাই সবার কাছে জানতে চাইছে “হ্যাক””হয়ে গেল না তো আমার অ্যাকাউন্ট? নিমেষে ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে লাগলো সোশ্যাল মিডিয়ার অন্য মাধ্যমগুলিতে। কিন্তু কেন?অনেকেই নিজের পাসওয়ার্ড ভুলে গেছেন। তারা আরও দুশ্চিন্তায় পড়েছেন। সোশ্যাল মিডিয়ার “”সবচেয়ে জনপ্রিয়”” মাধ্যমে হঠাৎ এই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার কারণে চূড়ান্ত সমস্যায় ফেসবুক ব্যবহারকারীরা ।।
রাত ৯:৫০ মিনিটে প্রায় আধ ঘন্টা ফেসবুক বন্ধ হয়ে থাকার পর ফের আবার ফেসবুক খুলে যায়। কিন্তু এই আধঘন্টা ফেসবুক ব্যবহারকারীরা অনেকেই যে কিভাবে কাটিয়েছেন তা স্পষ্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার অন্য মাধ্যমগুলিতে ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানতে চাওয়া নিয়ে প্রবল উৎকণ্ঠা দেখে। আর এর থেকেই প্রমাণিত হয় যে আজকের দিনে ফেসবুক মানুষের জীবনের সাথে প্রতি সেকেন্ডে জড়িয়ে গেছে। ফেসবুক ছাড়া জীবন অতিবাহিত করার কথা আজ আর মানুষ ভাবতেই পারেন না এই ঘটনার পর তাও প্রমাণিত।।