দুর্গাপুর, ২৪ জুন: “”স্বামীর চাকরি ফেরানোর পরিবর্তে তাদের সাথে সহবাস করার “” অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধুর। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ-সভাপতি সুকুমার বাউরী এবং শেখ বিল্লিকে গ্রেপ্তার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। নির্যাতনের ভয়ে আত্মঘাতীর পথ বেছে নেওয়া ২৩ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীর গৃহবধূ রিঙ্কু অঙ্কুরের পরিবার-পরিজনেদের সঙ্গে নিয়ে বাকিদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে অগ্নিমিত্রা পালের বিক্ষোভ।

যদিও রিঙ্কু অঙ্কুরের পরিবার শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূলের সহ-সভাপতি সুকুমার বাউড়ি তৃণমূল নেতা বিল্লি, বাদল ভুঁড়ি , বিশ্ব বাউরির নামে। দুজন গ্রেপ্তার হলেও আরো দুজন কেন গ্রেপ্তার কেন হল না? এই অভিযোগ তুলে নিউ টাউনশিপ থানায় তুমুল বিক্ষোভ দেখায় অগ্নিমিত্রা পাল। থানার কিছুটা দূরেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা অগ্নিমিত্রা পালকে “”গো ব্যাক “”স্লোগান দিতে থাকে। শুরু হয় ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ”” রিঙ্কু অঙ্কুর বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। এর আগেও বহুবার সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। রিঙ্কু অঙ্কুরের স্বামী একজন মদ্যপ। স্ত্রী মদের ব্যবসার বিরোধিতা করে, আর স্বামী দিনে দুপুরে মদ পাণ করে।”” বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ,”যে মহিলা নির্যাতনের ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়েরও করেছে। দুজন গ্রেপ্তার হয়েছে আর দুজনকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। কিন্তু ওই গৃহবধুর পরিবার পরিজনেরা নিরাপত্তার অভাবে ভুগছে। আর ঐ মহিলাও বলছে ওয়ার্ডে তৃণমূল নেতৃত্ব তাঁকে নানা ভাষায় হুমকি দিচ্ছে।” যদিও নবীনপল্লী এলাকার তৃণমূলের বোথ সভাপতি পরিমল হালদারের দাবী,”আত্মহত্যার নাম করে ওই মহিলা বিজেপি কর্মীদের দিয়ে ভুয়ো ভিডিও করে আমাদের কর্মীদের নামে বদনাম ছড়ানোর জন্য চেষ্টা করছে। আর অগ্নিমিত্রা পাল রাজনৈতিক রং দেওয়ার জন্য থানা ঘেরাও করেছে। দুর্গাপরের মত শান্তিপ্রিয় জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে ওঁরা। তাই আমরা সেজন্যই গো ব্যাক স্লোগান দিচ্ছি।”