দুর্গাপুর, ২৪ জানুয়ারি : সেইলের প্রতিষ্ঠা দিবসে চূড়ান্ত অব্যবস্থা, আধিকারিকদের সাথে বচসা। উত্তেজনা ম্যারাথন দৌড়কে ঘিরে। শুক্রবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের অধীনস্থ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী। প্রত্যেক বছরের মত দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের উদ্যোগে ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। যাকে ঘিরেই শুরু হয় উত্তেজনা। ইস্পাত কর্মী সুনীল কুমার বাউরী অভিযোগ,”চূড়ান্ত অব্যবস্থা। জল নেই। যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য গেঞ্জি নেই। যারা ম্যারাথন দৌড় করছে তারা কেউ অসুস্থ হয়ে পড়লে কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। আমাদের ছেলেমেয়েরা তো আমাদেরকেই প্রশ্ন করছে তোমাদের সেইলে কি আছে। সামান্য টিফিন পর্যন্ত সময় দেওয়া হচ্ছে না। এর থেকে অপমান আর কি করা হতে পারে।”নাম বলতে অনিচ্ছুক দুর্গাপুর ইস্পাত কারখানার এক আধিকারিক বলেন,” নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়ালেই সবকিছু পাওয়া যাবে। তবে পরের বছর থেকে আরও ভালো ব্যবস্থা করব।”
