দুর্গাপুর, ১৮ জানুয়ারি :””গুরু পাপে লঘুদন্ড, আরজিকর তদন্তে সিবিআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে’, দুর্গাপুরে দলীয় কর্মীদের সাথে বনভোজনে সামিল হয়ে এবার সিবিআইয়ের বিরুদ্ধেই সমালোচনায় সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সোয়াই চন্ডিপুরে বিজেপির কর্মীদের নিয়ে দামোদরের চড়ে পিকনিকে করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ l শনিবার আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”যে ঘটনা ঘটেছিল আরজি করে তাছাড়া পশ্চিমবঙ্গকে নাড়া দিয়েছে।

সঞ্জয় রায় যদি অপরাধী হয়ে থাকে তথ্য প্রমাণ যদি তাইই বলে তাহলে শাস্তি হয়েছে ঠিকই আছে। কিন্তু মানুষের মন মানছে না। এত বড় ঘটনায় একজন মাত্র দোষী। এই ঘটনার পিছনে আরো কি রহস্য থেকে যাচ্ছে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। মনে হচ্ছে গুরু পাপে লঘু দণ্ড হলো। পুলিশের ভূমিকা নিয়ে সবসময়ই প্রশ্ন আছে। সিপিএম আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে। এখনো পুলিশকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেজন্যই পুলিশ সঠিক কাজ করতে পারে না।সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েছিল আদালত। আদালত সে বিষয়ে বিবেচনা করবে ।”