দুর্গাপুর, ৩ মার্চ: শিল্প কলকারখানা এবং কাজের দাবীতে দুর্গাপুরের ফুলঝোড়ের আম্মা কলোনি থেকে বাইক মিছিল হয় সিপিআইএমের। ফুলঝোড় মোড়ে আচমকা বাইক মিছিল আটকে দেয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধরে চলে কর্মীদের বচসা। শেষমেষ মিছিল এগিয়েও যায়।

দুর্গাপুরের ২৩,২৪,২৫,২৬ নম্বর ওয়ার্ড ঘুরে জিডিএ মার্কেটে শেষ হয়। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন,”রাজ্য আর কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদের মিছিল। পুলিশ তৃণমূলের বাইক মিছিল আটকায় না বিজেপির বাইক মিছিল আটকায় না কিন্তু সিপিআইএমের মিছিল আটকায়। মিছিল আটকে কোন লাভ হবে না। তারা প্রতিবাদ করবেন আন্দোলন করবেন। আটকালে রাস্তায় বসে পড়বেন।”