দুর্গাপুর, ৭ জুন: এ এক অনন্য ভারত। সম্প্রীতির ভারত। একতার ভারত… দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে দেখা গেল সম্প্রীতির সেই ছবি। মাঠের একপাশে চলছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি। আরেক প্রান্তে ঈদের নামাজ পড়লেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। শুনিবার সম্প্রিতির ছবি ধরা পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরের আকবর রোড ময়দানে। যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়। কয়েক বছর ধরে দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোড ময়দানে রথযাত্রা উৎসবের আয়োজন করে আসছে ইসকন কর্তৃপক্ষ।

রথ যাত্রা উপলক্ষে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি হয় এই ময়দানে। বিগত ২ বছরের মত এবছরও চলছে সেই অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণের কাজ। দিনরাত এক করে রথযাত্রা উৎসবের প্রস্তুতি চলছে। তার মধ্যেই মাঠের একাংশ ছেড়ে দেওয়া হয় মুসলিম ভাইদের নামাজ পাঠের জন্য। কাপড় দিয়ে ঢেকে নামাজ পাঠের জন্য ব্যবস্থা করে দেয় দুর্গাপুর ইসকন। শনিবার সেখানেই কুরবানির ঈদ বা ঈদ উল আযহা উপলক্ষে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। শহরের বুকে এমন সম্প্রীতির ছবি দেখে আপ্লুত দুর্গাপুরবাসী।

দুর্গাপুর ইসকনের সেবাইত ঔদার্য চন্দ্র দাস প্রভু বলেন, প্রভু জগন্নাথের নির্দেশে আমরা সকল ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে বৈষ্ণব ধর্মে দীক্ষিত। এই ধর্মে জাত-পাতের কোনও স্থান নেই। সকলকে আমরা প্রভুর সন্তান হিসেবে দেখি। সেই মতাদর্শ থেকেই এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন মৌলানা হারুন রসিদ। ঈদের নামাজ পাঠে ইস্কন কর্তৃপক্ষের সহযোগিতা পেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পরিচয় শুধু মুসলিম নয়, আমরা ভারতবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষার স্বার্থে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে থাকবো। আমরা বিশ্বাস করি, মানবিক ধর্মই হল আসল ধর্ম।

চারিদিকে যখন ধর্মের নামে হানাহানির ঘটনা। ধর্মীয় সংঘাত যখন এক অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে … সেই সময়কালে দাঁড়িয়ে সম্প্রীতির অনন্য নজির দুর্গাপুরে।ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট |