দুর্গাপুর, ১৩ অক্টোবর : দশমীর রাতে বাড়ির বাথরুমে ঝুলছে বাবা মা। ছেলে বৌমা, সুর করে কাঁদছে বাবা-মাযের মৃত্যু হয়েছে। তারপরেই এলাকাবাসীরা ছুটে এসে দেখেন রহস্যজনকভাবে ঝুলছে বৃদ্ধ দম্পতি। তাদের সন্দেহ হয় মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছেলে বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শুরু করে দেন বিক্ষোভ। মৃত বৃদ্ধর নাম নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায় (৮৬) মৃত বৃদ্ধার নাম ইলা বন্দ্যোপাধ্যায়(৮৪ )। দুর্গাপুরের সগড়ভাঙায় এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রাতেই পৌঁছায় মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায়।
দাদা বৌদির বিরুদ্ধে কবে ফেটে পড়েন রাত থেকেই। রবিবার সকালে বাড়ির সামনে দাদা, বৌদির গ্রেফতার এবং শাস্তির দাবি করে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। পুলিশ ছেলে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও বৌমা অপর্ণা বন্দ্যোপাধ্যায়কে আটক করে থানায় নিয়ে যায় । মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,”মা-বাবাকে প্রতিদিন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করতো দাদা বৌদি। সম্পত্তি হাতানোর ছক দীর্ঘদিন থেকে করেছিল।
এই সম্পত্তি হাতিয়েও নিয়েছিল। তারপরে নির্মমভাবে খুন করে দিল। আমরা কঠোর শাস্তি চাইছি।”এলাকাবাসী রুমা দেবনাথ বলেন,”মেয়ের কাছে যেতে দিত না বৃদ্ধ-বৃদ্ধাকে। মেয়ের কাছে গেলেই আত্মহত্যা করার ভয় দেখাতো বিপ্লব আর তার বউ। সেই ভয়ে যেতেও পারতো না। শেষমেষ সব সম্পত্তি হাতিয়ে দশমীর রাতে খুনই করে দিল। আমরা কঠোর শাস্তির দাবি করছি।”দশমীতে একদিকে যখন দেবী উমাকে বিদায় জানিয়ে বিষাদের সুর চারিদিকে ঠিক সেই প্রেক্ষাপটে এক প্রবীণ দম্পতির এই রহস্য মৃত্যুতেও শোকের ঘনঘটা।