শীতের সময় রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে তপ্ত দুর্গাপুর

দুর্গাপুর, ২২ ডিসেম্বর : ভরা শীতে রেলের উচ্ছেদের নোটিশ! চরম আতঙ্কে এলাকাবাসী। পাঞ্জাবের লুধিয়ানা থেকে এ রাজ্যের ডানকুনি পর্যন্ত ডেডিকেটেড ফ্লেইট করিডরের জন্য সম্প্রতি দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের আম্বেদকর কলোনীতে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে জল, বিদুৎ সহ সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা। খবর পেয়েই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই ও বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ওই এলাকায় যান। আতষ্কিত মানুষদের সাথে কথা বলেন। পাশে থাকার আশ্বাসন দেন। বিধায়ক লক্ষন ঘোড়ুই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসানসোলের দিয়ারামের সাথে সাক্ষাৎ করেন । বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”রেলের সম্প্রসারণ হোক সেটা আমরাও চাই। কিন্তু ওরা জায়গা ছাড়ার আগে রাজ্য সরকারকে জমি দিতে হবে আর বাড়ি বানিয়ে দেব কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে আমরা।যতক্ষণ পর্যন্ত পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ করতে দেবো না। আগেও বলেছি এখনো বলবো।” সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল বলেন,”কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করবে আর পুনর্বাসন দেবে রাজ্য সরকার। ওনাকে ভেবেচিন্তে কথা বলা দরকার। কেন্দ্রীয় সরকার উচ্ছেদের আগে অনেক কথাই বলেন কিন্তু উচ্ছেদের পর কোনও উন্নয়ন হয় না। উচ্ছেদ করতে এলে সাধারণ মানুষ যখন রুখে দাঁড়াবে তাদের সাথে আমরাও দাঁড়াবো।”” ডেডিকেটেড ফ্রেইট করিডরের কাজ আপাতত থমকে।আসানসোল ও দুর্গাপুরে বেশকিছু জায়গায় রেলের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *