দুর্গাপুর, ১৮ জুন: মানকর রেলস্টেশনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এক শিক্ষকের।তার এই রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।সোমবার থেকে নিখোঁজ শিক্ষকের মৃত্যু কি আত্মহত্যা? নাকি এর পিছনে রয়েছে রহস্য?তদন্তে রেলপুলিশ ও বুদবুদ থানার পুলিশ।।
আর্মি পাবলিক স্কুলের শিক্ষকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল লাইন থেকে। ব্যাপক চাঞ্চল্য বুদবুদের মানকরে। মৃতের নাম স্নেহিল শ্রীবাস্তব(২৬)।ওই শিক্ষক বুদবুদের অ্যামোনেসন রোড এলাকার বাসিন্দা। স্থানীয় একটি আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতা করতেন। জানা গিয়েছে, ওই যুবক সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে বুদবুদের পারাজ থেকে মানকর যাওয়ার রেললাইনে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল ওই যুবকের দেহ। খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছায় রেলপুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে আত্মহত্যা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? পুরো ঘটনা খতিয়ে দেখেই তদন্ত নেমেছে রেল পুলিশ। যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।