শহরজুড়ে শুধুই জলছবি,জলবন্দী বহু পরিবার

দুর্গাপুর, ১৭ অক্টোবর : পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের মানসপুত্র দুর্গাপুর। পরিকল্পনামাফিক একদিন এই শহরকে গড়ে তোলা হয়েছিল। কিন্তু বুধবার রাতভর বৃষ্টি এই শহরের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাকে ফের একবার তুলে ধরল। দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডের মধ্যে সিংহভাগ ওয়ার্ডের মানুষ কার্যত জলবন্দী দশায় রাত পাহারা দিলেন।উৎসবকালীন এই সময়ে হঠাৎই যেন ছন্দপতন ঘটলো একদিনের লাগাতার বৃষ্টির কারণে। গোটা শহরটা একদিনের এই বৃষ্টির কারণে যেন স্তব্ধ হয়ে গেল।

বৃহস্পতিবার সকাল থেকেই যেন শহরজুড়ে অলিখিত কার্ফুর ছবি। যেদিকে তাকানো যায় শুধুই জলছবি।আর একদিনের বৃষ্টিপাতের কারণে জলবন্ধী মানুষদের দুর্দশা ছবি উঠে এলো ক্যামেরায়। শহরের রাস্তা যেন নদীর রূপ নিয়েছে। ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি দুর্গাপুর শহরের ১৯,২০, ২১ নম্বর ওয়ার্ড। জল জমেছে ১৩-১৪ নম্বর ওয়ার্ডেও। রাতভর বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, ৫৪ফুট, সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ সহ বহু জায়গা কার্যত জলের তলায়।

এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়। ৫৪ ফুট থেকে চারচাকা গাড়ি ভাসতে ভাসতে চলে আসে তপোবন এলাকায়। এই গাড়ি জলের মধ্যে দাঁড়িয়ে ধরে রাখতে দেখা যায় এক ব্যক্তিকেও। জানা গিয়েছে সরকারি মহাবিদ্যালয়ের, শ্রেণীকক্ষ ও শৌচাগার খুলে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পাশের দুটি বস্তি থেকে জলমগ্ন মানুষজনকে কলেজে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেপকো টাউনশিপের জলমগ্ন বাসিন্দারা জানিয়েছেন, জল জমেছে তবে এই রকম জল আগে কোনদিন দেখেননি।রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল l পুরসভার বেশকিছু ওয়ার্ড এর গলির ভেতরে প্রবল জলশ্রোত l জলে ডুবে রয়েছে চার চাকা গাড়ি l রাত থেকেই থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি l দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায় প্রচুর জল জমে গেছে, যানবাহন যাতায়াত করতে পারছে না l ছটির মত গাড়ি সকাল আটটা পর্যন্ত এক বুক জলের তলায় l স্থানীয় মানুষেরা এক বুক জলে হেঁটে পার হচ্ছে এ পার থেকে ওপার l অকল্পনীয় দৃশ্য l বহু মানুষের বাড়িতে জল ঢুকে গিয়ে খাবারদাবার ও জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে l বেলা বাড়লেও বৃষ্টি থামার নাম নেই l ২৪ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্ক জলের তলায় l ২৬ নম্বর ওয়ার্ড স্টিল পার্ক এলাকা জলমগ্ন l শহরাঞ্চলে এমন বৃষ্টির জলের তোর আগে দেখেনি বাসিন্দারা l সাড়ে আটটার পরও ঘর থেকে বের হতে পারেন নি কাজে l শিল্পাঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে চেয়ে রয়েছেন কখন বৃষ্টি থামবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, “”দুর্গাপুরের বেশ কিছু জায়গা অত্যন্ত নিচু জায়গা। আমি এবং প্রভাত চট্টোপাধ্যায় বহু প্রচেষ্টা চালিয়েছি সেই জায়গাগুলির নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটাতে। কিন্তু জায়গা গুলি এতটাই নিচু যে তা সম্ভব পর হয়ে ওঠেনি। জল একটু নামলেই দুর্গাপুর নগর নিগম প্রতিনিধিরা সমস্ত এলাকায় যাবেন।””

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *