লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্বে বিধানসভার পরাজিত বিশ্বনাথই!!

দুর্গাপুর, ২৭ ফেব্রুয়ারী : লোকসভা নির্বাচনে বাড়তি দায়িত্ব পেলেন বিধানসভা নির্বাচনের পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। পুরুলিয়া এবং বাঁকুড়া সফরের প্রাক্কালে সোমবার বিকেলে দুর্গাপুরের সার্কিট হাউসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে যোগ দেন মন্ত্রী মলয় ঘটক প্রদীপ মজুমদারও। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভাও রয়েছে। বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন বিশ্বনাথ পাড়িয়াল। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। পশ্চিম বিধানসভায় পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর পূর্ব, আসানসোল দক্ষিণ বিধানসভায় লোকসভা নির্বাচনের দায়িত্ব দেন।” বিশ্বনাথ পাড়িয়াল বলেন,”প্রথম থেকেই তাঁর উপর আস্থা ছিল মুখ্যমন্ত্রীর। তাদের একটাই লক্ষ্য ২০২৪ নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ক্ষমতায় আসবে তৃণমূল। তবে অন্দরে দ্বন্দ্ব নিয়ে কোনো কথা বলতে চাননি বিশ্বনাথ বাবু।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *